আমাকে একটি মাঠ দিন, আমি দোহারে একটি ক্রিকেট একাডেমী করবোঃ নাজমুল আহসান পাপন

476

নিউজ৩৯.নেট ♦ দোহারে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ঘোষনা অনুষ্ঠানে ঘটনা চক্রে সালমান এফ রহমানের সফর সঙ্গী হয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ও দোহারের জামাই সাবেক প্রেসিডেন্ট জিল্লুর রহমানের ছেলে নাজমুল আহসান পাপন। প্রার্থী ঘোষণার অনুষ্ঠানে তিনি দিয়ে গেলেন অসাধারন ঘোষনা। দোহারে ক্রিকেট একাডেমী স্থাপনে আগ্রহী বাংলাদেশ ক্রিকেট বোর্ড। 

দোহারের সাবেক চেয়ারম্যান হাসেম আলীর মেয়ের জামাই পাপনের দোহারে আসা নেহাত ঘটনা চক্রে। তবে ঘটনা চক্রে আসলেও তিনি দোহারের মানুষকে দেখিয়ে গেছেন এক অসাধারণ স্বপ্ন। দোহারে একটি ক্রিকেট একাডেমী ও একটি আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন স্টেডিয়াম।

আলমগীর ব্যাপারীর পক্ষে বক্তব্য দিতে যেয়ে তিনি বলেন সারা দেশ থেকে ক্রিকেটার উঠে এলেও ঢাকা জেলা থেকে কোন ক্রিকেটার জাতীয় পর্যায় ভাল করতে পারছে না। এর একটি আশু সমাধান দরকার। এর জন্য আমাদের দরকার একটি মাঠ। যদি আপনারা একটি মাঠ দেন তাহলে অতি দ্রুত দোহারে আমরা একটি ক্রিকেট একাডেমী করবো। 

এই সময় দোহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম বাবুল নুরপুরের মাঠের কথা পাপনকে জানান।  পাপন নুরপুরের মাঠের কথাটা মনে রাখবেন বলে জানান। 

আপনার মতামত দিন