এবার হুদার সমর্থনও পেলেন ভুলু

264

নিউজ৩৯♦ ঢাকা জেলা বিএনপির সমর্থনের পর  দোহার উপজেলার উপনির্বাচনে সাবেক যোগাযোগমন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদার সমর্থনও পেলেন সিরাজুল ইসলাম ভুলু। শনিবার সাইনপুকুরে নাজমুল হুদার  বাসায় তার সমর্থিত প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। এ সময় বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন। 

দোহার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ভুলুকে প্রার্থী ঘোষণা করা হয়। নাজমুল হুদার ছোট ভাই দোহার উপজেলা চেয়ারম্যান কামরুল হুদার মৃত্যুতে পদটি শূন্য হলে উপনির্বাচনের ঘোষণা দেয়া হয়। বিএনপির সাবেক স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার নাজমুল হুদা ব্যক্তিগতভাবে সিরাজুল ইসলামকে প্রার্থী হিসেবে সমর্থন দেন। 

এদিকে, দোহার উপজেলা বিএনপির নেতাকর্মীরাও ঢাকায় একাধিক সভা করে সিরাজুল ইসলাম ভুলুকে সমর্থন দেন। সিরাজুল ইসলাম (ভুলু) বলেন, দোহারের সর্বজন শ্রদ্ধেয় ও আমার মুরব্বি ব্যারিস্টার নাজমুল হুদা আমাকে প্রার্থী ঘোষণা করে সমর্থন দিয়েছেন। বিএনপির সব স্তরের নেতাকর্মীও আমার পাশে থেকে সমর্থন দিয়েছেন।

আপনার মতামত দিন