মানিকগঞ্জে এক্সিম ব্যাংকে ডাকাতির চেষ্টাঃ আসামী হাজির না করায় ফের রিমান্ডে

262

নিউজ৩৯♦ মানিকগঞ্জ অবস্থিত জিন্নাত টাওয়ারে (৭/৮/২০১৫) শুক্রবার রাতে এক্সিম ব্যাংকের শাখায় ডাকাতির চেষ্টার ঘটনা ঘটে। ওইদিন রাতেই ডাকাতির ঘটনার সঙ্গে জড়িত একজন গুলিবিদ্ধসহ আরও একজনকে ব্যাংক অভ্যন্তর থেকে আটক করা হইয়। সেই রাতেই আটক করা হয় নবাবগঞ্জের দৌলতপুর গ্রামের সায়েদ আলীর ছেলে শাহীনুর রহমানকে আটক করা গুলিবিদ্ধ অবস্থায়। রোববার (৯/৮/২০১৫) মানিকগঞ্জ সদর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতের কাছে আটক করা ডাকাত মো. আরিফ হোসেন ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। 

এদিকে সদর থানা পুলিশ আটক আরিফ হোসেনকে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করলে মানিকগঞ্জ সদর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালত সোমবার রিমান্ড শুনানির দিন ধার্য করেন। কিন্তু গতকাল সোমবার আসামি আরিফ হোসেনকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির না করায় রিমান্ড শুনানি হয়নি। আসামির অনুপস্থিতিতে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালত আগামী ১৩ আগস্ট আবার রিমান্ড শুনানির দিন ধার্য করেন। 

মানিকগঞ্জে এক্সিম ব্যাংকে ডাকাতির ঘটনায় ম্যানেজার নুর মোহাম্মদ আসনারী জানান, শুক্রবার (৭/৮/২০১৫) রাতে ঢাকার হেড অফিস থেকে তাঁকে ডাকাতির ঘটনাটির বিষয়ে জানানো হয়। ক্লোজসার্কিট ক্যামেরা নিয়ন্ত্রণ কক্ষ থেকে তাঁরা দেখতে পান মানিকগঞ্জ শাখার ভেতরে দুজন লোক ঘোরাঘুরি করছে। তাৎক্ষণিকভাবে তিনি মানিকগঞ্জ সদর থানার ওসিকে বিষয়টি অবহিত করেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মানিকগঞ্জ সদর থানার চরমত্ত গ্রামের আ. খালেকের ছেলে মো. আরিফ হোসেন (৪০) ও ঢাকার নবাবগঞ্জ থানার দৌলতপুর গ্রামের সায়েদ আলীর ছেলে  শাহীনুর রহমানকে (৩৫) আটক করে।

অন্য খবর  দোহারে বসন্ত উৎসব

এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুর রহমান জানান, পুলিশ ডাকাতির ঘটনার সঙ্গে জড়িত শাহীনুর রহমান শাহীনকে গুলিবিদ্ধ ও আরিফ হোসেনকে ব্যাংক অভ্যন্তর থেকে আটক করে।

এ সময় ডাকাতদের লক্ষ্য করে গুলি ছোড়া হলে শাহীনুর রহমান শাহীন গুলিবিদ্ধ হন। তাঁকে ঢাকায় পঙ্গু  হাসপাতালে পুলিশ পাহারায় চিকিৎসা দেওয়া হচ্ছে।

আপনার মতামত দিন