নিউজ৩৯♦ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, ২৬ জুন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুল হুদার মৃত্যুতে শূন্য হয় উপজেলা চেয়ারম্যান পদ। সম্ভাব্য তারিখ হিসেবে ২১ সেপ্টেম্বর এ উপজেলায় ভোট গ্রহণের দিন ধার্য করা হয়েছে।
উপনিবার্চনকে কেন্দ্র করে ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দলের সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ শুরু হয়েছে। গেল রমজানের ঈদ থেকেই প্রচারণায় ব্যস্ত হয়ে পড়ছেন মনোনয়ন প্রত্যাশী ও সম্ভাব্য প্রার্থীরা। ব্যানার, ফেস্টুন ও তোরণ নির্মাণের হিড়িক পড়ে গেছে।
নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসেবে উপজেলা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম বাবুল, সাংগঠনিক সম্পাদক ও বেক্সিমকো গ্রুপের পরিচালক আলমগীর হোসেন, উপজেলা সহ-সভাপতি নুরুল হক বেপারি, দোহার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাশার চোকদার, প্রকৌশলী মেহবুব কবির প্রচারণা চালালেও বিএনপি সমর্থিত কোনো প্রার্থীর নাম এখনও শোনা না গেলেও দোহার উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম ভুলু, কামরুল হুদার সহধর্মিণীর নাম শোনা যাচ্ছে না। ইতিমধ্যে নির্বাচনকে ঘিরে এ উপজেলার বিভিন্ন জনসাধারণের মধ্যে নির্বাচনী আমেজ তৈরি হয়েছে। সম্ভাব্য প্রার্থীরাও ইউনিয়নে গ্রামে সভা-সমাবেশ করে বেড়াচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক জানান, উপনির্বাচনকে ঘিরে প্রার্থী সমর্থনে হিমশিম খাচ্ছে সব রাজনৈতিক দল। একাধিক প্রার্থীর প্রচারণায় দলের নীতি নির্ধারকরাও পড়েছে বিপাকে। আওয়ামী লীগের হয়ে জোরেসরেই মাঠে নেমেছেন উপজেলা সভাপতি নজরুল ইসলাম বাবুল, সহ-সভাপতি নুরুল হক বেপারী, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন। এরা মাঠে প্রচারণায় খুবই ব্যস্ত সময় কাটাচ্ছেন। তবে প্রার্থী নির্ধারণে উপজেলা নেতা ও তৃণমূলের সমর্থনের অপেক্ষা মাত্র।
নজরুল ইসলাম বাবুল বলেন, দল তার পক্ষে সমর্থন দিবে এটা তার বিশ্বাস। দলের সিদ্ধান্তের বাইরে আমার কোনো সিদ্ধান্ত নেই।
আলমগীর হোসেন বলেন, দোহারের আওয়ামী লীগের সর্বস্তরের নেতা, তৃণমূল কর্মী, সুশীল সমাজ ও সাধারণ জনগণ আমার পাশে আছে। তাদের মতের প্রতি সম্মান রেখেই নির্বাচনের কর্মকাণ্ড পরিচালনা করছি। আশা করি আমার যোগ্যতা বিবেচনা করে দলীয় সমর্থন দিবে। তবে দলের প্রতি শ্রদ্ধা রেখেই পরবর্তী সিদ্ধান্ত হবে।
ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান বলেন, শেখ হাসিনার নির্দেশে সংগঠনের তৃণমূল নেতাকর্মীদের নিয়ে সভা করে যোগ্য ও দক্ষ প্রার্থীকে সমর্থন দেয়া হবে।
দোহার উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বিএনপি নেত্রী শামীমা রাহিম বলেন, দলীয়ভাবে এখনও কাউকে প্রার্থী হিসেবে সমর্থন দেয়া হয়নি। তবে খুব শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত হবে।
রাজধানী ঢাকা থেকে মাত্র ৪০ কিলোমিটার দূরে অবস্থিত ঢাকার দোহার উপজেলা। ৮টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে দোহার উপজেলা।