তিস্তা চুক্তি না হওয়ায় ত্রিপুরা রাজ্যপালের ক্ষোভ প্রকাশ

302

নিউজ৩৯♦ প্রতিবেশি রাষ্ট্র পাকিস্তানের সঙ্গে ভারতের নদী চুক্তি হলেও বাংলাদেশের সঙ্গে এখনও তিস্তার পানি বণ্টন চুক্তি না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ত্রিপুরার রাজ্যপাল তথাগত রায়। রবিবার রাতে কলকাতার বিরাটিতে ইলিশ উৎসবে যোগ দেয়ার ফাঁকে তিস্তা চুক্তি নিয়ে প্রশ্ন করা হলে তিনি এ ক্ষোভ প্রকাশ করেন।

তথাগত রায় বলেন ‘তিস্তা পানি চুক্তি দুই দেশের এজেন্ডার মধ্যেই আছে বলে আমি জানি। আন্তর্জাতিক আইন অনুযায়ী যে কোন নদীর ভাটিতে যে রাষ্ট্র থাকে (লোয়ার রিভারাইন স্টেট) সেই সব রাষ্ট্রের পানির প্রতি স্বাভাবিক অধিকার থাকে যদিও তারা কতটা পানি হবে সেটা আলোচনার বিষয়’।

তিনি বলেন ‘১৯৬০ সালে পাকিস্তানের সঙ্গে ভারতের পাঞ্জাবের মধ্যে একটি নদী চুক্তি হয়েছিল। এরপর পাকিস্তানের সঙ্গে ভারতের এত যুদ্ধ হওয়ার সত্ত্বেও সেই চুক্তি অটুট আছে। সেক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে কেন এই চুক্তি হবে না? রাজ্যপালের মতে এই চুক্তিটা অনেক আগেই হওয়া উচিত ছিল।

সম্প্রতি ভারত-বাংলাদেশের মধ্যে বহু প্রতিক্ষীত ছিটমহল বিনিময় কার্যকর প্রসঙ্গে ত্রিপুরার রাজ্যপাল বলেন ‘ছিটমহল বিনিময় কার্যকর হওয়াটা অসাধারণ পদক্ষেপ। এটাও অনেক আগেই হওয়া উচিত ছিল। ১৯৭১ সালে যখন ইন্দিরা-মুজিব চুক্তি হয়েছিল তার পরপরই এই চুক্তি কার্যকর হওয়া উচিত ছিল, কিন্তু সেটা এতদিন পরে হল। 

অন্য খবর  দোহারে কৃষকলীগের নারিশা ইউনিয়ন ওয়ার্ড সম্মেলন অনুষ্ঠিত

এ প্রসঙ্গে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ মোদির প্রসংসা করে তিনি বলেন, একজন অসাধারণ দৃঢ়প্রতিজ্ঞ নেতা থাকায় এই চুক্তি বাস্তবায়ান হল। আগরতলা থেকে কলকাতা পর্যন্ত যে বাস পরিষেবা শুরু হয়েছে সেটাও ১৯৭১ সালে হওয়ার কথা ছিল কিন্তু এতদিন বাদে হল।

আপনার মতামত দিন