দোহারে ফলাফল বিপর্যয়: পাশের হার ৪৭.৩৫%

503

নিউজ৩৯; শিক্ষা প্রতিবেদক ::  দোহারে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ফলাফল বিপর্যয় ঘটেছে। পুরো দোহারে এইবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণের সংখ্যা ৫০ ভাগেরও কম। যা দোহারের নতুন প্রজন্মের ভবিষ্যৎ এর উদ্বেগজনক চিত্রই ফুটিয়ে তুলেছে।

দোহারের জয়পাড়া বিশ্ববিদ্যালয় কলেজ, মালিকান্দা স্কুল এন্ড কলেজ ও পদ্মা বিশ্ববিদ্যালয় কলেজ খারাপের দিক দিয়ে কে কাকে ছাড়িয়ে যাবে তার জন্য এক অদৃশ্য প্রতিযোগীতাই করেছে। ফেলের হারের দিক দিয়ে সবচেয়ে এগিয়ে আছে পদ্মা মহাবিদ্যালয়। এই কলেজে ফেলের হার ৫৮ শতাংশ। এর পরেই আছে জয়পাড়া বিশ্ববিদ্যালয় কলেজ। এই কলেজে ফেলের হার ৫৪ শতাংশ, এবং মেঘুলা মালিকান্দা স্কুলে ফেলের হার ৪৫ শতাংশ।

দোহারের পূর্ব প্রান্তে মুকসুদপুর ইউনিয়নের ফুলতলায় অবস্থিত পদ্মা বিশ্ববিদ্যালয় কলেজ থেকে এবার ৩৪০ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে ১৪১ জন পাস করতে সক্ষম হয়। এর মাঝে মাত্র ২ জন জিপিএ ৫ পেয়েছে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হচ্ছে এই কলেজের মানবিক বিভাগ থেকে মাত্র ২২ শতাংশ পরীক্ষার্থী পাস করতে সক্ষম হয়েছে।

দোহারের প্রাাণকেন্দ্র জয়পাড়া বিশ্ববিদ্যালয় কলেজ থেকে এবার পরীক্ষায় অংশ নেয় ৬৫৭ জন শিক্ষার্থী। এর মাঝে ৩০৩ জন পাস করতে সক্ষম হয় এবং এর মাঝে জিপিএ ৫ পেয়েছে মাত্র একজন শিক্ষার্থী। খারাপ রেজাল্টের কারণ হিসাবে নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক আঙ্গুল তুলেছেন স্থানীয় সংসদ সদস্যের উদ্দেশ্যে। দোহারের মাঝে অন্য দুই কলেজের থেকে কিছুটা ভাল ফলাফল অর্জন করতে সক্ষম হয়েছে মালিকান্দা স্কুল এন্ড কলেজ। এই কলেজ থেকে এবার ২১৩ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ১১৬ জন পাস করে এবং দুই জন পরীক্ষার্থী জিপিএ ৫ পেয়েছে। 

আপনার মতামত দিন