রায়পাড়ায় মামলার সাক্ষীকে পেটানোর অভিযোগ

214

নিউজ৩৯♦ দোহারের রায়পাড়া ইউনিয়নে শাশুড়িকে মারধরের মামলায় সাক্ষী হওয়ার জের ধরে মহন মালা (২৫) নামে এক গৃহবধূকে পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দোহার থানায় একটি জিডি করা হয়েছে। 

জানা গেছে, মঙ্গলবার সকালে উপজেলার রায়পাড়া এলাকার মানিক মনিদাসের স্ত্রী পুকুরপাড়ে কাজ করার জন্য গেলে প্রতিবেশী হরি কমল ও গুরু কমলের সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে তারা মহন মালাকে রড দিয়ে মাথায় আঘাত করে পালিয়ে যায়। এলাকাবাসী মহন মালাকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

গৃহবধু মহন মালা অভিযোগ করেন, ২ মাস আগে হরি কমল ও গুরু কমল আমার শাশুড়িকে মারধর করে। এ বিষয়ে আদালতে একটি মামলা হয়। আমার শাশুড়ির মামলার সাক্ষী হওয়ায় মঙ্গলবার সকালে ক্ষিপ্ত হয়ে হরি কমল ও গুরু কমল আমাকে মারধর করে। ঘটনার পর থেকে হরি কমল ও গুরু কমল পলাতক রয়েছে।

এ ঘটনায় মহন মালার শ্বশুর ধীরেন মানিদাস দোহার থানায় একটি জিডি করলে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে টিকে টুলু নামে একজনকে আটক করে এক ঘণ্টা পরে ছেড়ে দেয় পুলিশ। 

অন্য খবর  পদ্মা কলেজে স্কাউট প্রতিষ্ঠাতা বি পি এর জন্মদিন পালন

এ ব্যাপারে দোহার থানার উপপরিদর্শক মো. মাহবুব বলেন, একটি লিখিত অভিযোগ করা হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

আপনার মতামত দিন