দোহারে ছুরিকাঘাতে যুবক খুন

266

ঢাকার দোহার উপজেলায় রাইপাড়া এলাকার সন্ত্রাসীদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছুরিকাঘাতে বকুল (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বুধবার রাত পৌনে ৮টার দিকে খালপাড় লোহার ব্রিজের ঢালে বকুলের সঙ্গে স্থানীয় বখাটে রাসেলের কথা কাটাকাটি হয়। রাসেল একপর্যায়ে বকুলকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

নিহত বকুল উপজেলার রাইপাড়া গ্রামের জয়নাল আবেদিনের ছেলে। সন্দেহভাজন রাসেল ও তার ভাই রাকিব ঘটনার পর থেকেই পলাতক।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি সিরাজুল বলেন, “রাতে গ্রামের একটি মুদি দোকানের সামনে রাস্তায় দাঁড়িয়ে ছিলেন বকুল। সেখানে রাসেল ও রাকিবের সঙ্গে তার কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এক পর্যায়ে রাসেল দৌড়ে বাড়ি থেকে ছুরি এনে বকুলের বুকে ও পেটে আঘাত করে। এরপর দুই ভাই পালিয়ে যায়। এলাকার আধিপত্য নিয়ে বকুলের সঙ্গে রাসেল ও রাকিবের শত্রুতা ছিল। এর জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”

স্থানীয়রা তাকে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

এ ঘটনায় বকুলের স্বজনেরা বুধবার রাত সাড়ে ১২টার দিকে দোহার থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

অন্য খবর  দোহারে করোনা ভাইরাস ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সভা অনুষ্ঠিত

নিহতের ছোট ভাই বাহারুল জানান, “এভাবে আমার ভাইকে জীবন দিতে হবে আমরা পরিবারের কেউ তা মেনে নিতে পারছি না। আমারা খুনিদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসি চাই।“

আপনার মতামত দিন