তানজিম ইসলাম, নিউজ৩৯.নেট ♦ লটাখোলা করম আলীর মোড় থেকে চরের দিকে যেতেই পাড় হতে হয় একটি সেতু। অনেক পুরনো হয়ে যাওয়ায় গত ২ বছর আগে ভেঙ্গে পড়ে সেতুটি। কিন্তু ভেঙ্গে পড়ার দুই বছর পার হয়ে গেলেও এখন পর্যন্ত কোন অগ্রগতি নেই নতুন সেতু নির্মানের।
এই সেতুর উপর দিয়ে চর লটাখোলা, হরিচন্ডি, বিলাশপুর সহ বিভিন্ন এলাকায় যাতায়াত করত। সেতুটি ভেঙ্গে পড়ায় চরম দূর্ভোগ পোহাচ্ছে এসব এলাকায় বসবাসকারী কয়েক হাজার মানুষ, বিশেষ করে গর্ভবতী মহিলা এবং মুমূর্ষু রোগীরা।
সেতুটি দোহার পৌরসভার অধীনে থাকলে ও এ বিষয়ে কোন মাথা ব্যাথা নেই পৌরসভার। তাই বাধ্য হয়েই নতুন সেতু তৈরির দায়িত্ব নিয়েছে উপজেলা এল.জি.ই.ডি।
এ বিষয়ে দোহার উপজেলা এল.জি.ই.ডি কর্মকর্তা সুশীল চন্দ্র সরকারের কাছে জানতে চাওয়া হলে তিনি নিউজ৩৯-কে জানান, “নতুন সেতু নির্মানের কাজ প্রকল্পভুক্ত করা হয়েছে, এরপর একনেকের সভায় বিল পাশ হবে, তারপর টেন্ডার হবে তারপর কাজ শুরু হবে। তাতে কম হলেও ২ বছর লেগে যাবে নতুন সেতুর কাজ শুরু হতে”।