নিউজ৩৯♦ ঢাকার নবাবগঞ্জে পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে মো. আজিম (৩২) নামে এক সন্ত্রাসী গুলিবিদ্ধ ও ৮ পুলিশ আহত হয়েছেন। আহত পুলিশ সদস্যরা হলেন এসআই কায়সার আহমেদ, মোজাম্মেল হক, তাজউদ্দিন, এএসআই জয়নাল আবেদীন ও কনস্টেবল মো. রাজ্জাক, মাসুদ, মামুন, জয়নাল আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ আজিম ও উজ্জল নামে ২ জনকে আটক করেছে। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ভাঙ্গাভিটা এলাকায় এ ঘটনা ঘটে।
আটকৃত মো. আজিম মুন্সীগঞ্জ জেলার চিত্রকোট ইউনিয়নের মরিচা গ্রামের মৃত আইয়ূব আলীর ছেলে। সে চিত্রকোট ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মেম্বার এবং উজ্জল একই গ্রামের আনোয়ার দেওয়ানের ছেলে বলে জানা গেছে।
আহত এসআই কায়সার আহমেদ জানান, স্থানীয় বালু ব্যবসায়ীরা ইছামতি নদীর ভাঙ্গাভিটা এলাকায় অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু কাটছিল। এ সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চালু ড্রেজার বন্ধ করে ড্রেজারের ব্যাটারি খুলে নিয়ে আসছিল। এ সময় বালু ব্যবসায়ীদের ভাড়াটিয়া সন্ত্রাসী মো. আজিমসহ ১৪-১৫ জন পুলিশকে ঘেরাও করে ব্যাটারি ছিনিয়ে নেয়। এ সময় পুলিশ বাধা দিলে সন্ত্রাসীরা পুলিশের বন্দুক ছিনিয়ে নেয়ার চেষ্টা করে এবং ৮ পুলিশকে মারধর করে। একপর্যায়ে পুলিশ জীবনরক্ষায় তাদের ওপর গুলি করলে আজিম গুলিবিদ্ধ হয়। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ আজিম ও উজ্জল নামে একজনকে আটক করে। অন্যরা পালিয়ে যায়। তিনি আরো জানান, আহত আজিম ও আহত পুলিশদের নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নবাবগঞ্জ থানার ওসি মো. সাইদুর রহমান জানান, অবৈধ বালু ব্যবসায়ীদের সঙ্গে সম্পৃক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।