নিউজ৩৯♦ ঢাকার দোহার বাজারে ও নবাবগঞ্জে সড়কে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
বুধবার বেলা সাড়ে ১১টায় নবাবগঞ্জ উপজেলার বর্ধনপাড়া এলাকায় সড়কে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমশিনার (ভূমি) মো. শহিদ উল্লাহ। এ সময় বিআরটিএ ইন্সপেক্টর ইমরান হোসেন উপস্থিত ছিলেন। আদালত ৫ মোটরসাইকেল চালককে ২৫শ, এন মল্লিক পরিবহনকে ১ হাজার, যমুনা পরিবহনকে ২ হাজার ও গতি পরিবহনের একটি গাড়িকে ১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। এসব চালকের সনদ ও গাড়ির কাগজপত্রে গরমিল থাকায় এ অর্থদণ্ড দেয়া হয়।
অপরদিকে বুধবার দুপুরের দিকে দোহার উপজেলা সদরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল করিম ভূঁইয়া। এ সময় চাল ব্যবসায়ী দিজেন পাল, স্বর্ণ ব্যবসায়ী সুজন পাল, রড ব্যবসায়ী মোবারক হোসেন, ওষুধ ব্যবসায়ী কমল, আমিন উদ্দিন, তেল ব্যবসায়ী এসএম কুদ্দুসসহ ৬ জনকে মোট ২৩ হাজার টাকা জরিমানা করেন আদালত।