আবারো ভাঙ্গছে পদ্মা পাড়ঃ উদ্বাস্তু হওয়ার পথে হাজারো পরিবার

493

নিউজ৩৯♦ ঢাকার দোহারের নারিশা থেকে নায়াবাড়ী পর্যন্ত প্রায় ২৫ কিলোমিটার এলাকায় পদ্মা নদীর ভয়াবহ ভাঙ্গনের আতংকের মধ্যে আছে পদ্মা পাড়ের হাজার পরিবার। হঠাৎ করে পানি বৃদ্ধি পাওয়ায় এবারও ভাঙ্গন শুরু হয়ে গেছে। ছোট ছোট করে ভাংতে শুরু করেছে দোহারের নয়াবাড়ীর ধোয়াইর বাজার, বাহ্রাঘাট, নারিশা সহ বিভিন্ন স্থানে। এরই মধ্যে ধোয়াইর বাজারের ১ টি, বাহ্রা ঘাটের ২টি দোকান নদী গর্ভে চলে গেছে। আর ভাঙ্গনের ঝুঁকিতে আছে কয়েকটি বাজারের প্রায় ১০০টি দোকান ও মসজিদ, মাদ্রাসা, মাধ্যমিক বিদ্যালয় সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান। 

যে কোন সময় পদ্মায় বিলীন হয়ে যেতে পারে এসব গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো। হুমকিতে রয়েছে দোহার-নবাবগঞ্জ রক্ষা “ঢাকা-মানিকগঞ্জ কাশিয়াখালী বেরিবাঁধ”। 

ভাঙ্গন রাক্ষায় নয়াবাড়ীর ধোয়াইর বাজার, বাহ্রাঘাট ও কুসুমহাটির দেওভোগ এলাকায় বাঁশের বাধ ও জিও ব্যাগে বালু ভর্তি করে ফেলা হচ্ছে। তবে এই ভাঙ্গনের খবর নেই পানি উন্নয়ন বোর্ডের কাছে। বর্ষার শুরুতেই ভাঙ্গনের ফলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আতঙ্কের মাঝে কাটছে উপজেলার হাজার পরিবারের দিনরাত। এলাকাবাসী খুব দ্রুত সরকারকে ভাঙ্গন রক্ষায় পদক্ষেপ ও ভাঙ্গন কবলিত ব্যক্তিদের পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণের দাবী জানান। ভাঙ্গন রক্ষায় পানি উন্নয়ন বোর্ড ও সরকারকে এগিয়ে আসার আহবান জানান।

আপনার মতামত দিন