নবাবগঞ্জের বক্সনগরে কয়লা খনি!

225

নিউজ৩৯♦ ঢাকার নবাবগঞ্জ উপজেলার বক্সনগর ইউনিয়নের গুডি ঘাটার ডাঙা এলাকার একটি জমিতে মাটি কাটার সময়ে পাওয়া যাচ্ছে পাথর কয়লা। এতে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। উৎসুক এলাকাবাসী পাথর সংগ্রহে ভীড় করছে। 

জানা গেছে, ঘাটা মৌজার পান্নু শেখের জমিতে মাছ চাষের পুকুর তৈরি করতে ভ্যেকু মেশিন দিয়ে মাটি খনন করা হচ্ছিল। মাটির উপরের স্তর থেকে ১০/১২ ফুট নিচে থেকে মাটির সাথে বের হয়ে আসছে পাথর কয়লা।

নসিমন চালক আরিফ জানান, খনন কাজ চলাকালে ১০/১২ ফুট নিচের মাটি গুলো কালো আবরণের। সাথে ছোট-বড় পাথর কয়লার মতো পাওয়া যাচ্ছে। এ খবর ছড়িয়ে পড়লে উৎসুক জনতা জমিতে ভীড় করে। এলাকাবাসী দলে দলে পাথর সংগ্রহ করতে জমিতে আসছে। এলাকাবাসীর ধারণা, শুধু ঐ জমি নয় এর আশপাশের জমি গুলোর ভূগর্ভে কয়লার থাকার সম্ভাবনা রয়েছে। রাষ্ট্রীয় স্বার্থে ঐ এলাকায় অনুসন্ধান যন্ত্রের মাধ্যমে পর্যবেক্ষণ করা উচিত। 

এবিষয়ে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজিবুল আহসান বলেন, বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে।

আপনার মতামত দিন