মুকসুদপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে নিয়োগ

350

আবশ্যক:সরকারী বিধিমোতাবেক নিম্নলিখিত পদে শিক্ষক/শিক্ষিকা আবশ্যক। সহকারী প্রধান শিক্ষক-১ জন। গার্হস্থ্য অর্থনীতি বিষয়ে একজন, হিন্দু ধর্ম ১ জন, সহকারী লাইব্রেরীয়ান পদে ১ জন, কম্পিউটার বিষয়ে ১ জন। সহ-প্রধান ও সহ-লাইব্রেরীয়ান পদ বাদে অন্য পদে অনুমোদন সাপেক্ষে সরকারী বেতন ভাতা হবে। আগ্রহী প্রার্থিগণ বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে নিম্নঠিকানায় আবেদন করতে অনুরোধ করা হল। —প্রধান শিক্ষক, মুকসুদপুর বালিকা উ/বি, দোহার, ঢাকা। 

মোবা-০১৮১৭৫৪২১৯৭।

আপনার মতামত দিন