হাজী জমির উদ্দিন মোল্লা স্মৃতি ক্রিকেট ফাইনালে দোহার বাইক সেন্টার চ্যাম্পিয়ন

602

নিউজ৩৯♦ দোহার উপজেলার সুন্দরীপাড়ায় হাজী জমির উদ্দিন মোল্লা স্মৃতি টি ২০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে পূর্ব জয়পাড়া ক্রিকেট একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে দোহার বাইক সেন্টার। সুন্দরীপাড়া মাঠে অনুষ্ঠিত ফাইনালে পূর্ব জয়পাড়া ক্রিকেট একাদশকে ৯৩ রানে হারায়  দোহার বাইক সেন্টার ক্রিকেট একাদশ।

শুক্রবার বিকেলে সুন্দরীপাড়া মাঠে টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়। টসে জিতে দোহার বাইক সেন্টার ক্রিকেট একাদশ নির্ধারিত ২০ ওভারে আট উইকেটে ২৪৫ রান করে। নির্ধারিত ২০ ওভারে পূর্ব জয়পাড়া ক্রিকেট একাদশ ১৫২ রান করতে সক্ষম হয়। 

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুসুমহাটি ইউপি চেয়ারম্যান হাফেজ আবদুল ওয়াহাব দোহারী, অ্যাডভোকেট মিজানুর রহমান টিটু ও মো. আলী শরীফ।

খেলায় সভাপতিত্ব করেন ইউপি সদস্য গিয়াস উদ্দিন মোল্লা ও সার্বিক সহযোগিতা করেন মিজানুর রহমান মোল্লা। চ্যাম্পিয়ন দলকে একটি ফ্রিজ ও রানার্সআপ দলকে ২১ ইঞ্চি কালার টিভি পুরস্কার দেয়া হয়।

আপনার মতামত দিন