নবাবগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

218

নিউজ৩৯ ♦ ঢাকার নবাবগঞ্জ উপজেলার বকস্নগর-বলমান্তচর খেয়াঘাট এলাকা থেকে আ. রাজ্জাক (২৭) নামে এক মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ আটক করেছে নবাবগঞ্জ থানা পুলিশ। আটককৃত আ. রাজ্জাক উপজেলার ছোট বকস্নগর মুনিপাড়া এলাকার মৃত আ. আজিজের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাত সাড়ে ১১ টায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই কাউসারের নেতৃত্বে পুলিশ উপজেলার ছোট বকস্নগর এলাকার খেয়াঘাট এলাকা থেকে মাদক ব্যবসায়ী আ. রাজ্জাককে আটক করে। এ সময়ে তার দেহ তল্লাশী করে ৮ পিচ ইয়াবা উদ্ধার করে পুলিশ। আ. রাজ্জাক দীর্ঘ দিন যাবত এলাকায় মাদক বিক্রয় করে আসছে বলে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে।

এ বিষয়ে এসআই কাউসারের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি ঢাকায় কোর্টে আছেন বলে জানান এবং গত রাতে একজন আসামি ধরেছেন তার কাছ থেকে কোন মাদক পাওয়া যায়নি বলে জানান এবং আসামির নাম জিজ্ঞাসা করতেই বলেন নাম মনে নেই, এ বিষয়ে ওসি স্যারের সাথে কথা বলেন। এ বিষয়ে এএসআই মোজাম্মেল জানান, ছোট বকস্নগর মুনিপাড়ার আ. রাজ্জাক নামে এক মাদকের আসামিকে এসআই কাউসার স্যার গত রাতে ধরে এনেছেন এখন থানা কাস্টরীতে আছে। তবে কি মাদকসহ এবং কতটুকু এ বিষয়ে জানাতে তিনি অক্ষমতা প্রকাশ করে এসআই কাউসারের সাথে যোগাযোগ করতে বলেন। এ বিষয়ে নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সায়েদুর রহমান জানান, গত রাতে দুই জন আসামিকে আটক করা হয়েছে। তবে মাদকের আসামী কি না এ মুহুর্তে আমি বলতে পারবো না।

আপনার মতামত দিন