নবাবগঞ্জে মদ্যপায়ীর হামলায় যুবক আহত

151

নিউজ৩৯♦ ঢাকার নবাবগঞ্জ উপজেলায় মদ্যপায়ী বখাটেদের গালিগালাজের প্রতিবাদ করায় শেখ টনি (২৭) নামে এক যুবককে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বিলপল্লী গ্রামে এ ঘটনা ঘটে। 

অভিযোগে জানা যায়, রোববার রাত ৮টার দিকে বিলপল্লী গ্রামের ৫-৬ বখাটে যুবক মাতাল অবস্থায় স্থানীয় চরতুইতাল-বিলপল্লী মাঠে এসে স্থানীয় কয়েক ব্যক্তির নাম ধরে গালিগালাজ করে। এ সময় শেখ টনিসহ কয়েকজন যুবক এর প্রতিবাদ করে। পরে বখাটেরা বিভিন্ন ধরনের হুমকি দিয়ে চলে যায়। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে বখাটে ফারুকের নেতৃত্বে মামুন, মতি, সোলায়মান, রাজীবসহ আরও কয়েকজন মিলে শেখ টনিকে লোহার পাইপ, লাঠি দিয়ে পিটিয়ে আহত করে।

 

 

আপনার মতামত দিন