পদ্মা কলেজে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের জীবনকর্ম আলোচনা সভা

330

দোহারের পদ্মা বিশ্ববিদ্যালয় কলেজে সি.আর. দাসের জীবন সম্পর্কিত আলোচনা ও রক্তদানের প্রয়োজনীয়তা সম্পর্কিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার পদ্মা কলেজের অধ্যক্ষ মুজিবুল হায়দার এর সভাপতিত্বে সকাল ১০ টায় সভা শুরু হয়।

“দেশবন্ধু চিত্তরঞ্জন দাস স্মৃতি পরিষদ” এর উদ্যোগে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পদ্মা কলেজ ব্যবস্থাপনা পরিষদ ও চিত্তরঞ্জন দাস স্মৃতি পরিষদের সভাপতি অধ্যাপক ডা.(অব.) এ আর খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন গভর্নর লায়ন্স ও চিত্তরঞ্জন দাস স্মৃতি পরিষদের-এর ভাইস চেয়ারম্যান আহসান হাবিব খান, সাধারণ সম্পাদক আলমগীর ভূঁইয়া সহ আরো অনেকে। অনুষ্ঠানে বক্তারা রক্তদানের প্রয়োজনীয়তার কথা তোলে ধরেণ। তারা মনে করেন এ ধরনের অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে মানুষের রক্তদানের ভয় দূর হবে।

আপনার মতামত দিন