নবাবগঞ্জে আন্তঃক্লাব ফুটবল লীগ

558

নিউজ৩৯♦ ঢাকার নবাবগঞ্জ উপজেলায় দোহার-নবাবগঞ্জ ও আশপাশের উপজেলার আটটি দল নিয়ে আন্তঃক্লাব ফুটবল টুর্নামেন্টে কামারখোলা উজালা সংঘ ফাইনালে উঠেছে। গালিমপুর শাহবাদ নবীন সংঘ এর আয়োজন করেছে।

শনিবার বিকেলে গালিমপুর রহমানিয়া উচ্চবিদ্যালয় মাঠে টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে কামারখোলা উজালা সংঘ (নবাবগঞ্জ) ৩-০ গোলে বাড়িখালী মধুমাঝি ফুটবল একাদশকে (মুন্সীগঞ্জ) হারিয়ে ফাইনালে উঠেছে।

শাহবাদ নবীন সংঘের সভাপতি ও উপজেলা মুক্তিযোদ্ধা কামান্ডার শাহ মো. আবু বকর সিদ্দিকী আবু অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পীরজাদা শহিদুল হারুন আজম। বিশেষ অতিথি ছিলেন শিল্পপতি মো. সোহরাব উদ্দিন, গালিমপুর ইউপি চেয়ারম্যান তপন মোল্লা, প্রধানশিক্ষক জয়নাল আবেদিন, ক্লাবের সাধারণ সম্পাদক ফিরোজ হোসেন সাচ্চু, ক্রীড়া সম্পাদক রফিক হোসেন খান রিপন, উপজেলা ছাত্রলীগের সভাপতি এসএম সাইফুল ইসলাম।

এর আগে শুক্রবার বিকেলে প্রথম সেমিফাইনালে চুড়াইন সাংস্কৃতিক সংঘ টাইব্রেকারে ৪-২ গোলে মাসুদরানা ফুটবল একাদশকে হারিয়ে ফাইনালে ওঠে।

আপনার মতামত দিন