নিউজ৩৯♦ গ্রামের বাড়ি থেকে ঢাকা মেডিক্যালে চিকিৎসা নিতে আসার পথে বাসে অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে সর্বস্ব হারিয়েছেন আকতার হোসেন (৪৭)। গতকাল বিকেলে তাকে অচেতন অবস্থায় রাজধানীর গুলিস্তান থেকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে ভর্তি করা হয়। বিকেল ৬টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত তার জ্ঞান ফেরেনি। জানা গেছে, তার বাবা মোকসেদ আলী। গ্রামের বাড়ি ঢাকার দোহারে।
আকতার হোসেনের ভাতিজা জাহাঙ্গীর হোসেন জানান, তার চাচা ক্যান্সার আক্রান্ত রোগী। সকাল ৮টার দিকে রেডিও থেরাপি নেয়ার জন্য দোহার থেকে বাসে ঢাকা মেডিক্যালে আসছিলেন। পথে অজ্ঞানপার্টির খপ্পরে পড়েন তিনি। এ সময় তাকে অচেতন করে অজ্ঞানপার্টির সদস্যরা মোবাইলফোন ও টাকাপয়সা নিয়ে যায়। পরবর্তীতে বাসযাত্রীরা চাচার সাথে থাকা মোবাইল ইনডেক্স থেকে জাহাঙ্গীরের নম্বর পেয়ে তাকে ফোন করেন। খবর পেয়ে তিনি (জাহাঙ্গীর) বিকেলে গুলিস্তান বাসস্ট্যান্ড থেকে অচেতন অবস্থায় তার চাচাকে উদ্ধার করে মেডিক্যালে ভর্তি করেন।