নবাবগঞ্জের বকসনগর ইউনিয়ন পরিষদ বাজেট ঘোষণা

398

নিউজ৩৯♦ নবাবগঞ্জের বকসনগর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। গত শুক্রবার বিকেলে পরিষদের সভা কক্ষে চেয়ারম্যান এরশাদ আল মামুন ২০১৫-১৬ অর্থবছরের বাজেট পাঠ করেন। এতে ইউপি সচিব মো. আজিজুল ইসলাম ১ কোটি ৪২ লাখ ২৯ হাজার ৪০ টাকা সম্ভাব্য আয় ও ১ কোটি ৩৩ লাখ ৩৭ হাজার ৭০০ টাকা সম্ভাব্য ব্যয় ধরে বাজেট পেশ করেন। 

সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজিবুল আহসান। বিশেষ অতিথি ছিলেন এলজিএসপি-২ প্রকল্পের ঢাকা ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর মো. জাবেদ ইকবাল চৌধুরী। এ ছাড়া বকসনগর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. জাহাঙ্গীর সিকদার উপস্থিত ছিলেন।

আপনার মতামত দিন