দোহারে আন্তজেলা ডাকাত সর্দার রনি গ্রেপ্তার

315

নিউজ৩৯♦ ঢাকার দোহারের জামালচর এলাকা থেকে আন্তজেলা ডাকাত সর্দার  রনিকে গ্রেপ্তার করেছে দোহার থানা পুলিশ। শুক্রবার ভোরে উপজেলার জামালচর থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। 

দোহার থানার ওসি মাহ্মুদুল হক জানান, শুক্রবার ভোরে উপজেলার জামালচর এলাকা থেকে রনিকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ৭টি ডাকাতি মামলা রয়েছে। এছাড়া ৩টি মামলায় সে ওয়ারেন্টভুক্ত আসামী। রনি উপজেলার জামালচর এলাকার চাঁন মিয়ার ছেলে।

আপনার মতামত দিন