নবিন সংঘের কমিটিতে নাম নেইঃ উপদেষ্টা-সভাপতির বাড়িতে হামলা

327

নিউজ৩৯♦ ঢাকার নবাবগঞ্জ উপজেলার নয়নশ্রী ইউনিয়নের বিলপল্লী-চর তুইতাল নবীন সংঘের কমিটিতে পদ না পেয়ে সভাপতি ও উপদেষ্টার বাড়িতে হামলা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার রাতে ক্লাবের উপদেষ্টা আলমাছ আলীর বাড়িতে সশস্ত্র হামলা চালায় বলে অভিযোগ রয়েছে। এ নিয়ে ৪ দিনে প্রতিপক্ষের সশস্ত্র হামলায় ক্লাবের সভাপতি ও খেলোয়ারসহ অন্তত ১০ জন আহত হয়। এ বিষয়ে নবাবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তবে ক্লাব সভাপতি আবুল কালাম প্রতিপক্ষের বিরুদ্ধে মামলা করলেও পুলিশ কাউকে আটক করেনি। 

প্রত্যক্ষদর্শী ও গ্রামবাসী জানায়, মঙ্গলবার বিকালে ক্লাব কমিটির সভাপতি আবুল কালামকে মারধর করে প্রতিপক্ষের লোকজন। এ বিষয়ে থানায় মামলা করার সময় উপদেষ্টা আলমাছ আলী উপস্থিত থাকায় প্রতিপক্ষ তার ওপর চড়াও হয়। বুধবার ক্লাব মাঠে প্রীতি ফুটবল ম্যাচ খেলা শুরুর আগে হঠাৎ ৪০-৫০ জন সশস্ত্র লোক মাঠে প্রবেশ করে খেলোয়ারদের মারধর শুরু করে। এতে আবুল, মিজান, হাসান, মেহেদি, রিপন, মোসলেমসহ অন্তত ১০ জন আহত হয়।

আতংকিত হয়ে উপস্থিত দর্শক, কমিটির লোক ও খেলোয়াররা দিগি¦দিক ছুটতে থাকে। বাধা দেয়ার চেষ্টা করলে তারা মঞ্চের চেয়ার-টেবিল ভাংচুর করে। ধারালো অস্ত্র দিয়ে বল কেটে টুকরো-টুকরো করে। গোলবারের জাল ছিঁড়ে ফেলে ঘটনাস্থল ত্যাগ করে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও হামলাকারীরা গভীর রাত পর্যন্ত ওই এলাকায় মোটরসাইকেলে মহড়া দিচ্ছিল বলে এলাকাবাসী জানায়।

অন্য খবর  নবাবগঞ্জে ২ ইউনিয়ন চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা সকল জনপ্রতিনিধির

এদিকে শুক্রবার রাত ১১টার দিকে ৮-৯ জনের দেশীয় অস্ত্রধারী একটি দল ক্লাবের উপদেষ্টা আলমাছের বাড়িতে হামলা চালায়। এ সময় হামলাকারীরা টিনের চালায় ইটপাটকেল নিক্ষেপ করে জানালা-দরজা ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করে। তাদের চিৎকারে হামলাকারীরা পালিয়ে যায়। রাতেই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। 

নবাবগঞ্জ থানার সেকেন্ড অফিসার সোহেল রানা জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ বিষয়ে মৌখিক অভিযোগ পাওয়া গেছে। লিখিত পেলে ব্যবস্থা নেয়া হবে।

আপনার মতামত দিন