মার্চ 20, 2025

নিউজ৩৯♦ রাজধানীর দোহার উপজেলার পদ্মা বিশ্ববিদ্যালয় ও মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান সিওসক্যাসের সঙ্গে আর্থিক লেনদেন বিষয়ে এক আনুষ্ঠানিক চুক্তি হয়েছে। বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীরা এখন থেকে ভর্তি, বেতন, পরীক্ষা ফিসহ শিক্ষা লেনদেন অনলাইনে করবে।

সোমবার দুপুরে পদ্মা বিশ্ববিদ্যালয় কলেজ সভা কক্ষে এ চুক্তি স্বাক্ষর হয়।

উপস্থিত ছিলেন পদ্মা বিশ্ববিদ্যালয় কলেজ পরিচালনা পরিষদের সভাপতি মেজর জেনারেল (অব.) অধ্যাপক ডা. এ আর খান, অধ্যক্ষ মো. মজিবুল হায়দার, উপাধ্যক্ষ মো. জালাল হোসেন, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের মুকসুদপুর শাখা ব্যবস্থাপক মো. রউফ, শিওরক্যাশের এরিয়া ম্যানেজার মো. সাইদুর রহমান, টেরিটোরি ম্যানেজার মো. রফিকুল ইসলাম, মো. রেজুয়ানুর রহমান, ডিষ্ট্রিবিউটর এশা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী শহিদুল ইসলাম এলিট।

আপনার মতামত দিন
Copyright © News39.net 2011-25 All rights reserved. | ChromeNews by AF themes.
error: Content is protected !!