নিউজ৩৯♦ ঢাকার দোহার উপজেলায় জীবনের নিরাপত্তা চেয়ে থানায় ডায়েরি করায় রিনা দাস (৪৫) নামে এক গৃহবধূকে পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকার মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার রাইপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার রাইপাড়া এলাকার কুশা দাসের পরিবারের সঙ্গে সম্প্রতি প্রতিবেশী টুলু চন্দ্র দাসের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ বিষয়ে কুশা দাসের স্ত্রী রিনা দাস পরিবারের সদস্যদের নিরাপত্তা চেয়ে গত ১১ মে দোহার থানায় একটি সাধারণ ডায়েরি করেন। ডায়েরি করার কথা জানতে পেরে ক্ষিপ্ত হয়ে শনিবার দুপুর ১২টার দিকে টুলু চন্দ্র দাসের নেতৃত্বে ১০-১২ জনের একটি সন্ত্রাসী দল রিনা দাসকে পিটিয়ে গুরুতর আহত করে। এ সময় সে বাড়িতে একা ছিল। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাকে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে ডাক্তার ঢাকার মিটফোর্ড হাসপাতালে পাঠিয়ে দেয়।
দোহার থানার ওসি মাহমুদুল হক বলেন, অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।