দোহারে নতুন করে আরও ৩ জন রোগীর দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় মোট করোনা শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ১৯৬ জনে।
বুধবার সকাল ১০ টা ২০ মিনিটে দোহার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গতকাল মঙ্গলবার উপজেলা থেকে ৪টি নমুনা পাঠানো হয়। এ থেকে ৩ জনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৭৫ শতাংশ। নতুন করোনা শনাক্ত হওয়া ব্যক্তিরা উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন এলাকার বাসিন্দা।
ডা. মো. জসিম উদ্দিন বলেন, উপজেলায় এখন পর্যন্ত মোট ১১ হাজার ৮৪৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ৩ হাজার ১৯৬ জনের করোনা শনাক্ত হয়েছে।
আপনার মতামত দিন