নবাবগঞ্জে আনসার ও ভিডিপির ভ্যাকসিন গ্রহণে জনসচেতনতামূলক র‍্যালী

178
নবাবগঞ্জে আনসার ও ভিডিপির  ভ্যাকসিন  গ্রহণে জনসচেতনতামূলক  র‍্যালী

১৭ ফেব্রুয়ারি রোজ বুধবার নবাবগঞ্জ উপজেলা আনসার ও ভিডিপির আয়োজনে কোভিড – ১৯ টিকা ( ভ্যাকসিন )  গ্রহণ সংক্রান্ত জনসচেতনতামূলক র‍্যালী অনুষ্ঠিত হয়েছে। র‍্যালীটি নবাবগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু করে রাস্তায় হেটে হেঁটে জনসাধারণকে ভ্যাকসিন গ্রহণে উদ্ভুদ্ধ করেছে।

এ সময় উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জনাব সালাউদ্দিন মঞ্জু, নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব সিরাজুল ইসলামসহ আনসার ও পুলিশ সদস্যবৃন্দ্র।

উপজেলা নির্বাহী অফিসার জনাব সালাউদ্দিন মঞ্জু বলেন, “একটা দেশের মূল সম্পদ তার জনগণ।  এ জনগণ যদি অসুস্থ থাকে, তাহলে অসুস্থ হয়ে পড়ে গোটা দেশ।  আমাদের সবাইকে সচেতন হতে হবে এবং সচেতন নাগরিকদের দায়িত্ব অন্য সবাইকে সচেতন করা। “

উক্ত র‍্যালীটি আনসার কমান্ডার জনাব শাহাদাতের নেতৃত্বে অনুষ্ঠিত হয়।

আপনার মতামত দিন