দোহারে মাদক ব্যবসায়ী আটক

488

ঢাকা জেলার দোহার উপজেলায় অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ মোহাম্মদ শাহীন (৪০) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে র‍্যাবের সদস্যরা। শনিবার (২১ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার কাছে ৫০ পিস ইয়াবা, ২৪ গ্রাম হেরোইন, মাদক বিক্রির কাজে ব্যবহৃত ২টি মোবাইল ফোন ও মাদক বিক্রির ৯৫ হাজার ৪শ জব্দ করা হয়েছে। রাত ১২টার দিকে র‍্যাব-১১ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১ মুন্সিগঞ্জ এর একটি দল কোম্পানী কমান্ডার এএসপি মো. মহিতুল ইসলাম এর নেতৃত্বে শাহিনের লটাখোলা বিলেরপাড়ের বসত বাড়িতে অভিযান চালায়। এসময়  ২৪ গ্রাম হিরোইন ও ৫০ পিস ইয়াবাসহ তাকে আটক করে। এই সময় মাদক বিক্রির কাজে ব্যবহ্নত ২টি মোবাইল সেট ও নগদ ৯৫৪০০ টাকা উদ্ধার করা হয়।

উক্ত আসামীর বিরুদ্ধে দোহার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন বলে জানান র‍্যাব-১১।

আপনার মতামত দিন