দোহার ইউনিয়ন পরিষদ নির্বাচনের ফলাফল ঘোষণা শুরু

458

আজকে দোহার ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। কোনো কোনো ইউনিয়নে চারটার পর পর্যন্ত ভোট গ্রহণ করা হয়েছে। হঠাৎ দুপুরের পর হঠাৎ ধুলিঝড় হয়, ও কয়েকটি ইউনিয়নে বৃষ্টি হয়েছে। প্রতিকূল আবহাওয়ার কারণে কোথাও কোথাও নির্দিষ্ট সময়ের পরও ভোটগ্রহণ করা হয়েছে। মহিলা ভোটারদের উপস্থিতি উল্লেখযোগ্য ছিল। 

সন্ধ্যার পর থেকে বেসরকারী ভাবে বিভিন্ন কেন্দ্রের ফলাফল আসতে শুরু করেছে। এখনো (রাত ১০টা) সরকারী ভাবে ফলাফল ঘোষণা শুরু হয় নি। বেসরকারীভাবে ফলাফলের ভিত্ততে বিজয়ী প্রার্থীদের সমর্থকেরা বিজয় মিছিল করছে। কোনো কোনো ইউনিয়নের ফলাফল নিয়ে ধোয়াশা সৃষ্টি হওয়ায় সমর্থকদের মধ্যে উত্তোজনা বিরাজ করছে। পুলিশ ও সামরিক বাহিনী উপজেলা কমপ্লেক্সের সামনে বিশৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য অবস্থান করছে। এপর্যন্ত কয়েকবার এখানে হাতাহাতির ঘটনা ঘটেছে।

আপনার মতামত দিন