এইচএসসি পরীক্ষার কেন্দ্র জয়পাড়া কলেজ; নতুন ভ্যেনু কেন্দ্র পদ্মা কলেজ

950
এইচএসসি পরীক্ষার কেন্দ্র জয়পাড়া কলেজ; নতুন ভ্যেনু কেন্দ্র পদ্মা কলেজ

২রা এপ্রিল থেকে শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা। এবার ঢাকার দোহার উপজেলার এইচএসসি পরীক্ষার্থীদের জন্য কেন্দ্র হিসাবে নির্বাচিত হয়েছে দোহারের জয়পাড়া বিশ্ববিদ্যালয় কলেজ। এ ছাড়া ভ্যেনু কেন্দ্র হিসাবে নির্বাচিত হয়েছে মালিকান্দা স্কুল এন্ড কলেজ ও পদ্মা বিশ্ববিদ্যালয় কলেজ। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের প্রধান পরীক্ষা নিয়ন্ত্রক তপন কুমার সরকারের সাক্ষরিত এক পরিপত্রে (নং৬৭৬/উঃমাঃপরি/২০০১/৩১২) জয়পাড়া ডিগ্রি কলেজের নতুন ভ্যেনু কেন্দ্র হিসাবে পদ্মা কলেজকে অনুমোদন দিয়েছে। আজ বিকালে দোহার উপজেলা প্রশাসন সভা কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবার সভাপতিত্বে অনুষ্ঠিত পরীক্ষা প্রাক প্রস্তুতি বৈঠকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। এই সময় জয়পাড়া ডিগ্রি কলেজের প্রিন্সিপাল সিদ্দিকুর রহমান, ভাইস প্রিন্সিপাল তাপস কুমার নন্দী, মালিকান্দা স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল অজয় কুমার রায় এবং পদ্মা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জালাল হোসাইন উপস্থিত ছিলেন।

এর ফলে জয়পাড়া কলেজের শিক্ষার্থীরা পরীক্ষা দিবে মালিকান্দা স্কুল এন্ড কলেজে, মালিকান্দা স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা পরীক্ষা দিবে পদ্মা কলেজে, পদ্মা কলেজের শিক্ষার্থীরা পরীক্ষা দিবে জয়পাড়া ডিগ্রি কলেজে। এতে সব কলেজের শিক্ষার্থীদের প্রতি সদয় ও সম আচরনের পথ খুলে গেছে বলে সংশ্লিষ্টদের ধারনা।

আপনার মতামত দিন