মাদক মুক্ত সুস্থ সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেইঃ আব্দুল মান্নান খান

310
মাদক মুক্ত সুস্থ সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেইঃ আব্দুল মান্নান খান

মাদক মুক্ত সুস্থ্য সমাজ গড়তে খেলাধুলার কোন বিকল্প নেই বলে মন্তব্য করেছেন সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার অ্যাডভোকেট আব্দুল মান্নান খান। শনিবার বিকালে নারিশা ইউনিয়নের মেঘুলা-মালিকান্দা স্কুল এন্ড কলেজ মাঠে আয়োজিত প্রফুল্ল চন্দ্র ঘোষ স্মৃতি ফুটবল টূর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।

অনুষ্ঠানে অ্যাডভোকেট আব্দুল মান্নান খান বলেন, আজ মাদকের যে কড়াল গ্রাস শহর, বন্দর ছাপিয়ে গ্রামের পর গ্রামের যুবকদের ধ্বংস করে দিচ্ছে তার অন্যতম কারন হলো আজ খেলাধুলার সংখ্যা অনেকটা কমে গেছে। আজ খেলার মাঠের সংকটের কারনে তরুন-তরুনী, কিশোর-কিশোরীরা মাদকের দিকে ঝুকে পড়েছে। তাদের সুস্থ্য ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে খেলাধুলার কোন বিকল্প নেই বলে তিনি মন্তব্য করেন। এবং প্রতিটি এলাকায় সবার খেলাধুলার মাঠের ব্যবস্থা করে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ তৈরি করার আহবান জানান।

খেলা শেষে তিনি চ্যাম্পিয়ন নারিশা পশ্চিম চরের হাতে ট্রফি তুলে দেন।

আপনার মতামত দিন