জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এবং ঢাকা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি বলেছেন, যুবকরাই দেশের চালিকাশক্তি। মাদক ও সন্ত্রাস তাদের গ্রাস করতে চায়। খেলাধুলার মধ্যে নিয়োজিত রেখে তাদের মাদক ও সন্ত্রাস থেকে দূরে রাখতে হবে।

শুক্রবার ঢাকার নবাবগঞ্জের আগলা চৌকিঘাটা এলাকায় অবস্থিত ওসমান দারোগা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত ভলিবল টুর্নামেন্টের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। টুর্নামেন্টে বক্সনগর একাদশ ও কোমরগঞ্জ একাদশ অংশ নেয়। এতে কোমরগঞ্জ জয় লাভ করে চ্যাম্পিয়ন ট্রফি জিতে নেয়।

সালমা ইসলাম বলেন, ‘এই অঞ্চলের শিক্ষার মান উন্নয়নে সবার সমবেত অংশগ্রহণ জরুরি। খেলাধুলার উন্নয়নেও সবাইকে এগিয়ে আসতে হবে। তবেই এ অঞ্চলে ভালো খেলোয়াড় তৈরি হবে।’

প্রতিমন্ত্রী বলেন, ‘রাজধানীর কাছে থেকেও এই এলাকার ছেলেমেয়েরা ক্রীড়া ক্ষেত্রে পিছিয়ে আছে। আমি সবার উদ্দেশে বলব, মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে খেলাধুলা ও সচেতনতার বিকল্প নেই। আগামী প্রজন্মের জন্য আধুনিক বাংলাদেশ নির্মাণ করতে হলে সমাজ থেকে দুর্নীতি, অপরাধ দূর করতে হবে।’

সালমা ইসলাম আরও বলেন, ‘জাতীয় নির্বাচন এগিয়ে আসছে। আপনাদের এখন থেকেই তৈরি হতে হবে এবং সঠিক সিদ্ধান্ত নিতে হবে। আমি আপনাদের সবার দোয়া ও সমর্থন চাই। আপনারা জানেন, আপনাদের জন্যই আমি কাজ করে যাচ্ছি। এলাকার উন্নয়নে রাস্তাঘাট, শিক্ষাপ্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা কেন্দ্রসহ অবকাঠামোগত ব্যাপক উন্নয়ন করেছি।’

অন্য খবর  দোহারে আনসার-ভিডিপির আধুনিক ও ডিজিটাল ভবন হচ্ছে

স্বাধীনতার মাসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সব শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সালমা ইসলাম বলেন, ‘বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন একটি উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। আগামী দিনেও বঙ্গবন্ধুর কন্যার নেতৃত্বে নবাবগঞ্জ ও দোহার উপজেলাকে আরও একধাপ এগিয়ে নিতে দল ও মতের ঊর্ধ্বে উঠে সবাইকে কাজ করতে হবে।’

সংসদ সদস্য সালমা ইসলাম তার নিজস্ব তহবিল থেকে ৫০ হাজার টাকা অনুদান তুলে দেন অনুষ্ঠানের সভাপতি ওসমান দারোগা স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা সাবেক এআইজিপি নাজমুল হকের হাতে।

এ সময় উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তোফাজ্জল হোসেন, নবাবগঞ্জ থানার ওসি মোস্তফা কামাল, আগলা ইউপি চেয়ারম্যান আবেদ হোসেন, বাহ্রা ইউপি চেয়ারম্যান ড. সাফিল উদ্দিন মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

আপনার মতামত দিন