বাহ্রা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতির বাড়ি থেকে ফেনসিডিল উদ্ধার

474

ঢাকার নবাবগঞ্জ উপজেলার বাহ্রা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোবারক হোসেনের বাড়ি থেকে ৩৬ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনাকে কেন্দ্র করে মোবারক হোসেনের ছেলে মো. সজিব (৩২) পালিয়ে যায় বলে জানা যায়। এ ঘটনায় ফেরদৌস শেখ (২৫)  নামে এক যুবককে  আটক করেছে থানা পুলিশ। আটককৃত ফেরদৌস শেখ উপজেলার বাহ্রা ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামের হিটলু শেখের ছেলে।

নিজের বাড়ি থেকে নিষিদ্ধ মাদক ফেনসিডিল পাওয়ার ঘোতনা নিয়ে বাহ্রা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোবারক হোসেন বলেন, আমি এই বিষয়ে কিছু জানিনা। আমি আজ সারাদিন ব্যক্তিগত কাজে নবগ্রামে ছিলাম।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার উপজেলার কোমরগঞ্জ হাট সংলগ্ন এলাকায় থানার পুলিশ চেকপোষ্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে অভিযান চালায়। এসময় একটি সিএনজি পুলিশ দেখে দ্রুতগতিতে চলে যায়।

এসময় পুলিশের সন্দেহ হলে নবাবগঞ্জ থানার সেকেন্ড অফিসার সফিকুল ইসলাম সুমন এর নেতৃত্বে  উপ- পরিদর্শক মো: কামরুল হাসান, মো: আশিকুর রহমান ও সহকারী উপ- পরিদর্শক  মো. সুজন গাড়ির পিছু নেয়। মূহুর্তেই গাড়িটি চোখের আড়াল হয়ে যায়। অনেক খোঁজাখুজির পর গাড়ির চালক ফেরদৌসকে আটক করে পুলিশ।

অন্য খবর  আসছে বর্ষা; নৌকা তৈরির ধুম

আটককৃত যুবকের তথ্যের ভিত্তিতে পুলিশ বাহ্রা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোবারক হোসেনের বাড়িতে তল্লাশী চালিয়ে ৩৬ পিস ফেনসিডিলেরর বোতল উদ্ধার করে। এসময় মোবারক হোসেনের ছেলে সজিব পালিয়ে যায়।

নবাবগঞ্জ থানার উপ- পরিদর্শক সফিকুল ইসলাম সুমন বলেন, সজিব ও ফেরদৌস অনেকদিন যাবত এই ব্যবসা করে আসছে। এই চক্রটিকে ধরার জন্য অনেকদিন ধরে চেষ্টা করছিলাম। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে এবং পলাতক সজীবকে ধরার জন্য অভিযান চালানো হচ্ছে।

আপনার মতামত দিন