দোহারের কয়েদির মৃত্যু

320

ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরাণীগঞ্জ) আটক দোহারের শামীম ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা গেছেন। মৃত্যুকালে শামীমের বয়স হয়েছিল ৪৪ বছর। শুক্রবার গুরুতর অসুস্থ অবস্থায় শামীমকে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয়।

শুক্রবার (১০ নভেম্বর) শামীমকে গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসার জন্য কারা হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। শামীম ঢাকা জেলার দোহার উপজেলার দক্ষিণ শিমুলিয়া গ্রামের শওকত আলী মোড়লের ছেলে।

কারারক্ষী হানিফ মিয়া জানান, পারিবারিক মামলায় শামীম কারাগারে বন্দি ছিলো। তার কয়েদি নাম্বার ১২৫৯/এ।

শামীমের লাশ ময়না তদন্তের জন্য মর্গে রাখা হয়েছে বলে জানান হানিফ।

আপনার মতামত দিন