দোহারে ভ্রাম্যমান আদালতের অভিযানে ড্রেজার পুড়িয়ে ধ্বংস

339
দোহারে ভ্রাম্যমান আদালতের অভিযানে ড্রেজার পুড়িয়ে ধ্বংস

দোহারে পদ্মা নদীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে বালু তোলার মেশিন পুড়িয়ে ধ্বংস। ঢাকার দোহারে পদ্মা নদীতে অবৈধভাবে বালু তোলার অভিযোগে ড্রেজার মেশিন পুড়িয়ে ধ্বংস করেছে উপজেলা প্রশাসন কর্তৃক পরিচালিত ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলার বিলাসপুর ইউনিয়নের দেবিনগর এলাকা সংলগ্ন পদ্মা নদীতে অবৈধভাবে বালু তোলার কাজে ব্যবহত ড্রেজার পাইপ কেটে বিনষ্ট করা হয়। পরে মুকসুদপুর এলাকার পদ্মা নদীতে থাকা একটি বালু তোলার অবৈধ ড্রেজার মেশিন পুড়িয়ে ধ্বংস করে উপজেলা নির্বাহী কর্মকর্তা কে.এম.আল-আমীনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত। তবে কে বা কারা এই ড্রেজার পরিচালনা করে তা বলতে পারেনি দোহার থানা পুলিশ।

এলাকাবাসী জানায়, প্রায় মাস খানেক সময় ধরে রাতের আধাঁরে একটি চক্র পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু তুলে বিক্রি করে আসছে।

দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, একটি অশুভ চক্র রাতের আধাঁরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বালু উত্তোলন করে আসছিলো। এলাকাবাসীর অভিযোগে তা নির্মূল করা হলো। যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের সাহস না পায়।

আপনার মতামত দিন