দোহারে মাদকাসক্ত ছেলের হাতে পিতা প্রহত

274

ঢাকার দোহারে মোঃ কালাম ফকির (৫০) নামে এক ব্যক্তিকে তার মাদকাসক্ত ছেলে পিটিয়ে আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। কালাম ফকির দোহার উপজেলার মুকসুদপুর ইউনিয়নের মইতপাড়া বিল এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত সাড়ে দশটায় বড় ছেলে মিলন ( ২২) তার বাবা কালাম ফকিরকে ঘুম থেকে উঠিয়ে ৫শত টাকা চায়। তার পিতা কালাম বলে আমার কাছে টাকা নেই সব টাকা বাজারে খরচ হয়ে গেছে। সকালে জোগাড় করে দিব এখন ঘুমাতে যাও। মিলন টাকা না পেয়ে ঘরের জিনিসপাতি ভাঙচুর করলে কালাম ফকির বাঁধা দেওয়ায় ঘরে থাকা বাঁশের লাঠি দিয়ে পিতাকে পেটাতে থাকে। কালামের চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে আসলে ছেলে মিলন পালিয়ে যায় এবং তাকে উদ্ধার করে স্থানীয় ভাবে চিকিৎসা সেবা দেয়।

স্থানীয় বাসিন্দা ফজল জানান, প্রায় দিনই পিতার কাছে টাকা দাবী করে আর টাকা না পেলেই পিতাকে মারধর করে।

অন্য বাসিন্দা তারাভান বেগম জানান, কালাম ফকিরের স্ত্রী আয়েশা বেগমের জন্য ছেলে মাদকাসক্ত হয়েছে। সে ওমানে কর্মরত অবস্থায় স্বামীর কাছে টাকা না পাঠিয়ে ছেলের নামে পাঠিয়েছে আর ছেলে মাদক সেবন করে সব টাকা শেষ করে ফেলেছে।

আপনার মতামত দিন