নবাবগঞ্জে কৃষক লীগের সভা

324

ঢাকার নবাবগঞ্জ উপজেলা কৃষক লীগের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার সন্ধ্যা ৬টায় কলাকোপা ইউনিয়ন পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষক লীগের সভাপতি জাহিদ হায়দার উজ্জ্বল সভায় সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক মো. আবুল হোসেন।

এ সময় আবুল হোসেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সার্বিক প্রচেষ্টায় সরকারের কৃষিনীতি বাস্তবায়ন হওয়ায় ফসলের উৎপাদন বেড়েছে। তাই বাংলার কৃষক সমাজ উঠে দাঁড়িয়েছে। তিনি আরও বলেন, আধুনিক ও উন্নত জনবান্ধব সমাজ বিনির্মাণে মহাজোট সরকার কাজ করছে। আগামী দিনে স্বাধীনতার পক্ষের শক্তিকে রাষ্ট্রক্ষমতায় আনতে সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে সংগঠনের পাশে থাকার আহ্বান জানান কৃষক লীগের ওই নেতা।

সভায় উপস্থিত ছিলেন কৃষক লীগ নেতা আমজাদ হোসেন, মজিবর রহমান, রনজিত ম-ল, শেখ আবুল কালাম আজাদ, সাদের হোসেন বুলু, মিজানুর রহমান শিলু, মোবারক হোসেন প্রমুখ।

আপনার মতামত দিন