ইতিহাসের এই দিনে: ১৬ মে

500

বছরের ১৩৭ তম দিন (অধিবর্ষে)

১৮২২: গৃসের স্বাধীনতা যুদ্ধে তুরষ্ক গৃসের সৌলি শহর দখল করে নেয়।
১৯২০: ফ্রান্সের স্বাধীনতা যুদ্ধের বীর নারী জোয়ান ডি আর্ক-কে রোমে পোপ পঞ্চদশ বেনেডিক্ট ক্যানোনাইজের মাধ্যমে সেইন্ট হিসেবে ভূষিত করেন। 
১৯৭৪: জোসিপ টিটো দ্বীতিয়বারের মতো সমাজতান্ত্রিত যুগোশ্লাভিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হন। এবার তিনি আজীবনের জন্য ম্যান্ডেট পান।
২০০৭: নিকোলাই সারকোজি ফ্রান্সের প্রেসিডেন্টের দ্বায়িত্ব গ্রহণ করেন।

আজ:
ইরাকে গণকবর দিবস।
মালয়শিয়ায় শিক্ষক দিবস।

আপনার মতামত দিন