২৪ ঘণ্টার মধ্যে অবৈধ পশুর হাট ভেঙে নেওয়ার নির্দেশ এসপির

251

আগামী ২৪ ঘণ্টার মধ্যে অবৈধ পশুর হাট ভেঙে নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা জেলা পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান। রবিবার দুপুর ১২টায় ঢাকার দোহার থানা অডিটরিয়ামে আয়োজিত ঈদুল আজহা উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময়সভায় তিনি এ নির্দেশ দেন।

দোহারে আরও দুটি অবৈধ পশুর হাট বসানো হচ্ছে বৈধ ইজারাদারদের সভায় এমন অভিযোগ করলে পুলিশ সুপার এ নির্দেশ দেন। সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার সাইদুর রহমান, ঢাকা জেলা আওয়ামী লীগের সহসভাপতি ফজলুল হক, দোহার উপজেলা চেয়ারম্যান আলমগীর হোসেন, মুক্তিযোদ্ধা কমান্ডার রজ্জব আলী মোল্লা, দোহার থানার ওসি সিরাজুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি কামরুল হাসান প্রমুখ।

আপনার মতামত দিন