দোহারে ইয়াবা সেবনে বাঁধা দেওয়ায় মুকসুদপুরে দুই জনকে পিটিয়ে আহত

534

ঢাকার দোহারে ইয়াবা সেবনে বাঁধা দেওয়ায় মোঃ বাচ্চু বেপারী (৪০) ও মোঃ কাউসার হোসেন (১৪) নামে দুইজনকে পিটিয়ে আহত এবং বসত ঘর ভেঙ্গে অর্থসহ অলংকার লুট করে নেওয়ার অভিযোগ পাওয়া যায়। উপজেলার মধুরখোলা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে ঢাকা দোহার উপজেলার মুকসুদপুর ইউনিয়নের মধুরখোলা বাচ্চুর মোড় এলাকায় পার্শবর্তি শ্রীনগর উপজেলার বাঘরা ইউনিয়নের বালুর চক এলাকার সাদেক বেপারীর ছেলে মাদক সম্রাট সাইফুল (১৯) ও অজ্ঞাত সাত থেকে আটজন মাদক সেবী যুবক ইয়াবা সেবনের সময় মোঃ বাচ্চু বেপারী বাঁধা দেওয়ায় সাইফুলসহ অন্য সেবনকারীরা তাকে গাছের ডালা দিয়ে পিটিয়ে আহত করে। পরে বাচ্চু ও তার ছেলে কাউসার এলাকার গণ্যমান্য ব্যাক্তিদের ঘটনাটি জানিয়ে বাড়ি আসার পথে মাদক ব্যবসায়ী সাইফুল, মধুরখোলা এলাকার শেখ আাহাম্মদ আলীর ছেলে মাহিবুর হোসেন, মোঃ হাবিবুর রহমান ও মোঃ আলীর ছেলে আল-আমিনসহ অজ্ঞাত আরো সাত ৮ যুবক বাচ্চু ও কাউসারকে পিটিয়ে আহত করে এবং বাচ্চুর বসতঘর ভেঙ্গে অর্থসহ অলংকার লুট করে। স্থানীয়রা বাচ্চু ও কাউসারকে উদ্ধার করে দোহার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে বাচ্চুর ভাগিনা বৌ ময়না আক্তার বাদী হয়ে দোহার থানায় ও পার্শবর্তি উপজেলার শ্রীনগর থানায় সাইফুল, আল-আমিন, মহিবুর ও হাবিবুরের নামে অভিযোগ করে।

আপনার মতামত দিন