আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

585
আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

ঢাকার দোহার উপজেলার আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান করা হয়েছে। শুক্রবার সকালে বিদ্যালয়ের মাঠে এ অনুষ্ঠান করা হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার স্বাধীনতার পক্ষের সরকার। এ সরকার মতায় থাকলেই দেশ ও জাতির উন্নয়ন হয়। আর যারা দেশের স্বাধীনতায় বিশ্বাসী নন, তারা দেশের উন্নতি করে না।

বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মুক্তিযোদ্ধা ফজলুল হক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, ঢাকা জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক এম এ মজিদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পদক আলী আহসান খোকন, ঢাকা জেলা পরিষদের প্যানেল চেয়ারমান মো. শাজাহান মোল্লা প্রমুখ।

আওয়ামী লীগ নেতা রাকিবুল হাসান রহিম কমিশনারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা আবুল বাসার মৃধা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নগেন্দ্র কুমার সিংহ প্রমুখ।

আপনার মতামত দিন