নবাবগঞ্জে পরিবহন মালিকদের সঙ্গে প্রশাসনের সভা

435

 

ঢাকার নবাবগঞ্জ উপজেলা বাস মালিকদের সঙ্গে সভা করেছে উপজেলা প্রশাসন। কয়েক মাস ধরে ঢাকা নবাবগঞ্জ বান্দুরা সড়কে চলাচলকারী বাস সার্ভিসগুলো নানা অনিয়ম ও অসঙ্গতির কারণে প্রতিনিয়ত এক সার্ভিসের সঙ্গে অন্য সার্ভিসের দ্বন্দ্ব সৃষ্টি হচ্ছে।

এ সমস্যা সমাধানে গতকাল উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিল আহমেদের কার্যালয়ে ডেকে সব বাস সার্ভিসের মালিক, শ্রমিক নেতা, রাজনৈতিক নেতাদের সমন্বয়ে সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রতিটি বাসের মালিককে তাদের গাড়ির ফিটনেস, রোড পারমিটসহ প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রেখে বাস চালানোর নির্দেশ দেয়া হয়।

এদিকে নবাবগঞ্জ বাস মালিক সমিতির নির্বাচন করতে এসিল্যান্ড শাহনাজ মিথুন মুন্নিকে প্রশাসক নিয়োগ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য আবদুল বাতেন মিয়া, নবাবগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিন, শ্রমিক নেতা আমির হোসেন কুটি প্রমুখ।

আপনার মতামত দিন