নবাবগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে শিশু খাদ্য তৈরীর অপরাধে ২ লাখ টাকা জরিমানা

 

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় বাগমারা বাজারে কতুবউদ্দিন মার্কেটে আগুন লেগে ৩টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে মার্কেটের মালিক কুতুব উদ্দিন ও ভাড়াটিয়ারা দাবি করেছেন।

মঙ্গলবার (১০ জানুয়ারি) বিকেল ৪টায় এ দুর্ঘটনা ঘটে। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে কেউ কিছু জানাতে পারেনি।

স্থানীয় ও বাজারের দোকানদার সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেল ৪টার দিকে বাগমারা বাজারের চাঁদনী প্লাজা মার্কেটের পার্শ্ববর্তী কুতুবদ্দীনের মার্কেটের তুলার দোকানে আগুন লাগে। আগুনের লেলিহান শিখা আরো ২টি দোকানে ছড়িয়ে পড়ে।

সংবাদ পেয়ে বাজারের দোকানদার ও স্থানীয়রা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। চেষ্টা চালিয়ে ১ ঘণ্টা পর তারা আগুন নিভাতে পারলেও ততক্ষণে তুলার দোকান, সুতার দোকান, কলার দোকানসহ ৩ টি দোকানই পুড়ে ছাই হয়ে যায়।

মার্কেটের মালিক কুতুবদ্দীন বাংলানিউজকে জানান, তার ৩টি দোকানঘর ও মার্কেটের জেনরেটর আগুনে পুড়ে গেছে। তাতে প্রায় ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।

ভাড়াটিয়া তুলার দোকানদার মাসুদ মিয়া বলেন, আমার প্রায় ৬০ হাজার টাকার তুলা পুড়ে গেছে।

অন্য খবর  দোহার উপজেলা বিএনপি নেতা শাহীন মোল্লার মৃত্যু

সুতা, এমব্রডারি মেশিন, ডিজাইন মেশিন অন্নান্য সামগ্রীসহ প্রায় দেড় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন অপর ভাড়াটিয়া সুতার দোকানদার মো. জাকির হোসেন।

নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এস,আই) আরাফাত জানান, আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি তদন্ত চলছে।

আপনার মতামত দিন