দোহারে চাল বরাদ্দ নেই হতাশ বেকার জেলেরা

527

প্রজনন মৌসুমে মা-ইলিশনিধন রোধে ১২ অক্টোবর থেকে আগামী ২ নভেম্বর পর্যন্ত নদীতে জাল ফেলা নিষিদ্ধ ঘোষণা করেছে মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তর। এ সময় জেলেদের জন্য ২০ কেজি করে চাল বরাদ্দ করেছে সরকার। কিন্তু পদ্মা নদীবেষ্টিত ঢাকার দোহারে প্রায় এক হাজার জেলের জন্য কোনো বরাদ্দ রাখা হয়নি। তাই কর্মহীন জেলেরা এখন মানবেতর দিন কাটাচ্ছেন।

এ ব্যাপারে দোহার উপজেলা মৎস্য কর্মকর্তা এবিএম জাকারিয়া জানান, দোহারের জেলেদের চাল দেওয়ার কথা ছিল। উপজেলা প্রশাসনের মাধ্যমে এর প্রক্রিয়া চলছে। আশা করি, খুব শিগগিরই বরাদ্দ আসবে।

আপনার মতামত দিন