দোহার-নবাবগঞ্জ কলেজ সরকারিকরণের দাবিতে ক্লাস বর্জন

1225

ঢাকার নবাবগঞ্জ উপজেলা ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ দোহার নবাবগঞ্জ কলেজ সরকারিকরণের দাবিতে অনার্স শ্রেণির টেস্ট পরীক্ষা বর্জনসহ সব ধরনের ফি ও ক্লাস বর্জন করেছেন শিক্ষার্থীরা। রোববার বেলা সাড়ে ১২টায় বৃষ্টি উপেক্ষা করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সব ধরনের শিক্ষা কার্যক্রম বর্জন করে কলেজ ক্যাম্পাস বটমূলে অবস্থান নেয়। এ সময় সরকারিকরণ না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা।
একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্রী সাথী আক্তার বলেন, উপজেলা সদর হওয়ার পরও প্রাচীন এ বিদ্যাপীঠটি অবহেলায় পড়ে আছে। শুনছি উপজেলার প্রত্যন্ত অঞ্চলের একটি কলেজকে সরকারিকরণ করা হচ্ছে। এটা আমাদের উপর অবিচার করা হচ্ছে। অনার্স ২য় বর্ষের ছাত্র মো. সবুজ আহমেদ বলেন, সকাল ১০টায় কলেজ টেস্ট পরীক্ষা হওয়ার কথা ছিল আমরা তা বর্জন করেছি। আমাদের দাবি না পূরণ হওয়া পর্যন্ত শিক্ষা কার্যক্রম বন্ধ রাখবো।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনোয়ার হোসেন বলেন, শিক্ষার্থীদের বেতনে কলেজ শিক্ষকদের বেতন-ভাতা চলে। শিক্ষার্থীদের এ সিদ্ধান্ত শিক্ষকদের অসুবিধায় ফেলবে। অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন তারা।

আপনার মতামত দিন