নবাবগঞ্জে আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজে জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন

751

‘সন্ত্রাস নয় শান্তি চাই, শঙ্কামুক্ত জীবন চাই’ এই স্লোগানকে সামনে রেখে সারা দেশের মতো ঢাকার নবাবগঞ্জে আদর্শ ডিগ্রি (অনার্স) কলেজে সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার বেলা ১১টায় কলেজ রোডের মূল সড়কের দুই প্রান্তে দাঁড়িয়ে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। কলেজ ফটক থেকে মানববন্ধনটির ব্যাপ্তি ঘটে। এ সময় মানববন্ধনকারীরা হাতে হাত রেখে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে অবস্থান নেন।

এ সময় উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা পরিষদ সদস্য, আজহার হোসাইন, আশরাফ হোসেন, আবুল হোসেন মোড়ল, শাহজাহান বাদল, অধ্যক্ষ মো. আজিজুল ইসলাম, সহকারী অধ্যাপক দিলীপ কুমার বণিক, হাজেরা বেগম, গোলাম মাওলা, মো. শাহ আলম, আব্দুল আজিজ, প্রভাষক শুভ্রা দেবনাথসহ কলেজের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা।

আপনার মতামত দিন