নবাবগঞ্জে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের উদ্বোধন

802

শরীয়াভিত্তিক আধুনিক ব্যাংকিং সেবা নিয়ে, গ্রাহকদের আরো উন্নততর সেবা প্রদান করতে ঢাকা জেলার নবাবগঞ্জে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক নবাবগঞ্জ শাখার উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলী শাখার উদ্বোধন করেন।

এ সময় অন্যান্যদের মধ্যে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. মোস্তফা খায়ের, আইসিটি ডিভিশনের প্রধান তাহের আহমেদ চৌধুরী, ব্যাংকের প্রধান কার্যালয়ের এসভিপি এসএম নজরুল ইসলাম, জেনারেল সার্ভিসেস ডিভিশনের প্রধান এ কে এম আবু ছগীর চৌধুরী, মার্কেটিং এন্ড ডেভেলপমেন্ট বিভাগের প্রধান আজম খান, নবাবগঞ্জ শাখার ব্যবস্থাপক গোলাম মোস্তাফাসহ বিপুল সংখ্যক গ্রাহক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

আপনার মতামত দিন