দেশ স্বাধীন হলেও দেশের মানুষের অর্থনৈতিক মুক্তি মেলেনি। সাধারণ মানুষ এখনও খেয়ে না খেয়ে জীবিকা নির্বাহ করে। তাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন পূরণে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ গড়তে সবাইকে উদ্যমী হয়ে কাজ করতে হবে। তাহলেই আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উন্নত দেশে পরিণত হতে পারব।
শনিবার ঢাকার দোহারের রাইপাড়া ইউনিয়নের লটাখোলা প্রাথমিক স্কুল মাঠে গরিব-দুস্থদের মাঝে শাড়ি কাপড় বিতরণকালে অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি এসব কথা বলেন।
সালমা ইসলাম এমপি বলেন, দোহার-নবাবগঞ্জের মানুষের মুখে হাসি ফুটাতে চাই। আপনাদের দুঃখ-কষ্ট দূর করতে জীবনযাত্রার মান উন্নত করতে গ্যাস সংযোগ দেয়া হবে। সরকার অঞ্চলভিত্তিক গ্যাসের সরবরাহ দিলেই দোহার-নবাবগঞ্জবাসীর প্রত্যাশা পূরণ হবে। এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংসদে বলেছি। আবারও তাকে অনুরোধ করব যাতে আমার নির্বাচনী এলাকার সাধারণ মানুষের স্বার্থে দ্রুত গ্যাস সংযোগ দিয়ে দোহার-নবাবগঞ্জবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণে সহায়তা করেন।
এ সময় উপস্থিত ছিলেন মাহমুদপুর ইউনিয়নের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন, বিলাশপুর ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন মোল্লা প্রমুখ।