বাহ্রাঘাটে বাউল সঙ্গীত

306

আবু নাইম, নিউজ৩৯.নেট ♦ মহান বিজয় দিবস উপলক্ষে বাহ্রাঘাট বাসস্ট্যান্ডে বাহ্রাঘাট ব্যবসায়ী সমিতির উদ্যোগে বাউল সঙ্গীতের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ২৩ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যার পর বাহ্রাঘাটে এই সঙ্গীতের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সংঙ্গীত পরিবেশনা করেন রুহুল আমিন ও নজরুল বাউল। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১নং নয়াবাড়ী ইউ.পি চেয়ারম্যান জনাব শামীম আহমেদ হান্নান। এছাড়া স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা এতে উপস্থিত ছিলেন।

আপনার মতামত দিন