তীব্র শীতে জয়পাড়ায় আবার ১ জনের মৃত্যু

246

সোহেল আহমেদ, নিউজ৩৯.নেট ♦ জয়পাড়াতে তীব্র শীতে বৃহস্পতিবার রাত ৩ টায় একজনের মৃত্যু হয়েছে। তার নাম আহমেদ,বয়স আনুমানিক ৫০। তিনি খাড়াকান্দা চৌধুরীপাড়া নিবাসী।

শৈত্য প্রবাহ শুরু হওয়ার পর থেকে তিনি প্রথমে ঠান্ডাজনিত এলারজি ও পরে নিউমোনিয়াতে আক্রান্ত হন বলে স্থানীয় সূত্রে জানা যায়।

উল্লেখ্য তীব্র এই শীতে ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষেরা অত্যন্ত কষ্টে দিন যাপন করলেও তাদের দেখার যেন কেউ নেই। নিউজ ৩৯ পরিবার যার যা সামর্থ্য আছে বিশেষ করে বৃত্তবানদের প্রতি তা নিয়ে এগিয়ে আসার জন্য সকলের প্রতি আহবান করছে। কেননা, মানুষ মানুষের জন্য/ জীবন জীবনের জন্য।

আপনার মতামত দিন